সাহিওয়াল গরু (Sahiwal Cow) বিশ্বের অন্যতম উৎকৃষ্ট জাতের গরু হিসেবে স্বীকৃত। মূলত পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের সাহিওয়াল এলাকা থেকে এর উৎপত্তি, তবে বর্তমানে বাংলাদেশেও এর চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। প্রিমিয়াম কোয়ালিটির সাহিওয়াল গরু কেবল সৌন্দর্য ও আকারেই নয়, স্বাস্থ্য, দুধ উৎপাদন এবং মাংসের মানেও অতুলনীয়।
প্রিমিয়াম কোয়ালিটির সাহিওয়াল গরু